রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার করতে হবে: আখতার হোসেন

  প্রতিনিধি 25 October 2025 , 2:43:15 প্রিন্ট সংস্করণ

আখতার হোসেন
আখতার হোসেন
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

জুলাই সনদের অর্জন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে জাতির সামনে এর স্পষ্ট রূপরেখা উপস্থাপন জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হতে হবে। ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধান হিসেবে এই আদেশ জারি করবেন এবং সংসদের মাধ্যমে সেটি ২০২৬ সালের সংস্কারকৃত সংবিধানে রূপান্তরিত করতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা ১৭ অক্টোবরের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেইনি, কারণ আমরা স্বাক্ষর নয়, বাস্তবায়নকেই মুখ্য মনে করি। বাস্তবায়ন ব্যতিরেকে জুলাই সনদ কেবল আনুষ্ঠানিকতায় সীমিত থেকে যাবে।”

আখতার হোসেন জানান, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে, যা তারা ইতিবাচকভাবে দেখছেন। তবে তিনি বলেন, “সে আদেশের খসড়া ও বিষয়বস্তু এখনও আমাদের সামনে উপস্থাপন করা হয়নি, যা আমাদের সম্পূর্ণ আশাবাদী হতে দিচ্ছে না।”

এনসিপির এই নেতা কমিশনকে আহ্বান জানান, যেন কোনো রাজনৈতিক চাপে পড়ে জুলাই ঘোষণাপত্রের মতো করে এই বাস্তবায়ন আদেশকে কেবল একটি দলিলের আকারে সীমাবদ্ধ না করা হয়। তিনি বলেন, “আমরা প্রত্যাশা করি, কমিশন তাদের ড্রাফট আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং পূর্ণ নিশ্চয়তা পেয়েই আমরা জুলাই সনদে স্বাক্ষর করব।”

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি