আন্তর্জাতিক

গাজায় ফের যুদ্ধ শুরুর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর

  প্রতিনিধি 20 October 2025 , 12:01:49 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

গাজায় সামরিক অভিযান পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। তিনি দাবি করেন, চলতি মাসের শুরুতে হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে হামাস।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রোববার দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং গুলি চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল তথাকথিত সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালায়।

রোববার এক বিবৃতিতে বেন গভির বলেন, “আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, যাতে তিনি পূর্ণমাত্রায় গাজা উপত্যকায় যুদ্ধ পুনরায় শুরু করার জন্য আইডিএফকে নির্দেশ দেন। হামাস তাদের আচরণ পরিবর্তন করবে, অথবা এমনকি তারা যে চুক্তি করেছে তা মানবে—এই মিথ্যা ধারণা আমাদের নিরাপত্তার জন্য বিপজ্জনক প্রমাণিত হচ্ছে। এই নাৎসি সন্ত্রাসী সংগঠনটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে, যত দ্রুত সম্ভব।”

ইসরায়েল ও হামাস এই অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার আওতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

বিজ্ঞাপন

এই পরিকল্পনার প্রথম ধাপে বলা হয়, হামাস ৭২ ঘণ্টার মধ্যে বাকি থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেবে। সোমবার হামাস বেঁচে থাকা শেষ ২০ জন জিম্মিকে মুক্তি দেয় এবং আরও ১২ জনের মৃতদেহ ফেরত পাঠায়। হামাস দাবি করেছে, তারা তাদের দায়িত্ব পালন করেছে, তবে গাজার ধ্বংসযজ্ঞ এবং কিছু এলাকায় ইসরায়েলি দখলের কারণে সব মৃতদেহ উদ্ধার সম্ভব হয়নি।

ইসরায়েল হামাসকে অভিযোগ করেছে যে তারা আরও ১৬ জন জিম্মির মৃতদেহ ফেরত দিতে যথেষ্ট চেষ্টা করেনি এবং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ করেছে।

রোববার পরবর্তীতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু আইডিএফকে “গাজা উপত্যকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ” নিতে নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়। তবে এতে স্পষ্ট করা হয়নি যে পূর্ণমাত্রায় সামরিক অভিযান পুনরায় শুরু হবে কি না।

রোববারই হামাসের শীর্ষ নেতা ইজ্জাত আল-রিশক এক বিবৃতিতে বলেন, তাদের দল যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং ইসরায়েলি অবৈধ দখলদার বাহিনীকেই চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করেন, যাদের “অপরাধ ঢাকার অজুহাত” খোঁজার চেষ্টা চলছে। হামাসের সামরিক শাখা রাফাহ ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে, তারা জানায়, ওই অঞ্চলের কিছু উপদলের সঙ্গে তাদের মার্চ মাস থেকেই কোনো যোগাযোগ নেই।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস