খেলা

বাংলাদেশের শুরুটা ভালো, তবুও ১০ উইকেটে হার

  প্রতিনিধি 16 October 2025 , 9:44:15 প্রিন্ট সংস্করণ

নারী বিশ্বকাপে বৃহস্পতিবারে ম্যাচ শেষে বাংলাদেশ ও অষ্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

নারী বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে। মাঝে দুই ম্যাচে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগালেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে কেবল। বৃহস্পতিবারের ম্যাচের শুরুটাও ভালো করেছে কিন্তু শেষটা ভালো হয়নি টাইগ্রেসদের। অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ১০ উইকেটে।

বিজ্ঞাপন

এরই মধ্যে টানা ৪ ম্যাচে হেরে ‘কার্যত’ টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে নিগার সুলতানা জ্যোতির দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে বৃহস্পতিবার মাইটি অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। জ্যোতিদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের শেষ ৪ নিশ্চিত করেছে অ্যালিসা হিলির দল। ৫ ম্যাচ খেলে এখনো অপরাজিত রয়েছে রেকর্ড শিরোপাজয়ীরা।

ভারতের ভিশাখাপত্নমে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির অপরাজিত ৮০ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের পুঁজি পেয়েছিল টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড।

জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৪ দশমিক ৫ ওভারেই জয় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। ২০ চারের মারে ৭৭ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন অ্যালিসা হিলি। এ নিয়ে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন অজি কাপ্তান। এ ছাড়া ৭২ বলে ৮৪ রানে টিকেছিলেন আরেক ওপেনার লিচফিল্ড। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেস দুই ওপেনার শুরুটা ভালো করলেও ছন্দপতন হয় দ্রুত।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ