চাকরি

হাইকোর্টের সামনে অবস্থান ও শাহবাগ অবরোধের ঘোষণা শিক্ষকদের

  প্রতিনিধি 14 October 2025 , 6:57:56 প্রিন্ট সংস্করণ

আন্দোলনরত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

রাজধানীর সচিবালয় অভিমুখে আন্দোলনরত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয় মঙ্গলবার বিকেলে। এরপর হাইকোর্টের ফটকে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সারারাত অবস্থান কর্মসূচি ও বুধবার শাহবাগ অবরোধের ঘোষণা দেন শিক্ষকরা।

এর আগে দুপুরে শিক্ষকরা জানান, তাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলছেন, তারা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পিছিয়েছিলেন।

জানা গেছে, ২০ শতাংশ বাড়িভাড়া বাড়ানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) সারারাত হাইকোর্টের সামনে অবস্থানে সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে দাবি না মানলে বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় শাহবাগ অবরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারী ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি আমরা। কোনো আলোচনার আর সুযোগ নেই। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন দিতে হবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি