প্রতিনিধি 11 October 2025 , 1:19:16 প্রিন্ট সংস্করণ

রাজধানীর বনশ্রীর বাসা থেকে আজহার আলী সরকার নামে এক ব্যাক্তকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে পরিবার। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। তবে কী অভিযোগে তাকে আটক করা হয় তা পরিবারকে জানানো হয়নি।
আজহার আলী একসময় সাংবাদিকতা করতেন। বর্তমানে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানান তার স্ত্রী রুখসানা পারভীন।
এদিকে আজহার আলীকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যম কে বলেন, ‘আমাদের একটি অভিযানিক দল বাইরে রয়েছে। তবে তারা আটক করেছে কি না সেটি নিশ্চিত নয়। তারা ফিরলে এ ব্যাপারে বলা যাবে।’

আজহার আলী সরকারের স্ত্রী রুখসানা পারভীন অভিযোগ করেন, বনশ্রী প্রধান সড়কের এ–ব্লকে শান্তা টাওয়ারের নবম তলার বাসায় অভিযান চালায় সাদা পোশাকে থাকা একটি দল। তারা নিজেদের ডিবি সদস্য বলে পরিচয় দেন। দলে দুজনের পরে থাকা জ্যাকেটে ‘র্যাব’ লেখা ছিল। তারা প্রথমে মোবাইল ফোনটি জব্দ করে এবং পরে আজহার আলী সরকারকে আটক করে নিয়ে যায়। তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন দলটির সদস্যরা। তারা মোবাইল ফোন জব্দ করার একটি লিখিত কপি (জব্দ তালিকা) পরিবারের কাছে দেন। সেখানে ডিবি উত্তরা জোনের এসআই শওকত হোসেনের স্বাক্ষর রয়েছে।
এদিকে রাত ৮টার দিকে আজহার আলীকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়। এর সাড়ে তিন ঘণ্টা পরও তাকে ডিবিতে নেওয়া হয়নি বলে জানান ডিবি কর্মকর্তারা।
পারিবারিক সূত্রের দাবি, অভিযানের সময়ের ভিডিও তারা মোবাইল ফোনে ধারণ করেছিলেন। তবে ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা ফোন কেড়ে নিয়ে সেই ভিডিও ডিলিট করে দেন।