প্রতিনিধি 10 October 2025 , 4:35:08 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার পক্ষ থেকে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য প্রতিটি বাসে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে পরীক্ষার্থীদের বাসে ওঠার আগে জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খান পরীক্ষার্থী যাত্রীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন।

এ সময় আবু বকর খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। তারই ধারাবাহিকতায় আজ বিসিএস পরীক্ষার্থীদের প্রতি বাসে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছি। আমরা চাই শিক্ষার্থী বান্ধব, ইতিবাচক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে—যেখানে ভয় বা সন্ত্রাস নয়, থাকবে সহযোগিতা ও সৌহার্দ্য।
ছাত্রদল থেকে জানা গেছে,শুক্রবারের এই উদ্যোগের মাধ্যমে জবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচ ও অনুষদের বিসিএস পরীক্ষার্থী শিক্ষার্থীদের যাত্রাপথে পানির বোতল ও হালকা খাবার সরবরাহ করেছে।