খেলা

তামিমের উপস্থিতিতে উৎসবমুখর কোয়াব নির্বাচন

  প্রতিনিধি 4 September 2025 , 5:56:46 প্রিন্ট সংস্করণ

তামিমের উপস্থিতিতে উৎসবমুখর কোয়াব নির্বাচন
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সাবেক ও বর্তমান খেলোয়াড়রা একত্রিত হয়ে আড্ডা জমিয়েছেন, যা কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও ভোট দিতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের জনপ্রিয়তা এবং আসন্ন বিসিবি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কারণে তামিমের প্রতি সাংবাদিকদের দৃষ্টি স্বাভাবিকভাবেই বেশি ছিল।

যদিও তামিম কোয়াবের সভাপতি পদে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেননি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কেন আমি নির্বাচনে অংশ নিইনি।’

বিজ্ঞাপন

এবারের কোয়াব নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের মধ্যে এই পদটির লড়াই অনুষ্ঠিত হচ্ছে। অন্য ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়েছেন। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক সভাপতি নাঈমুর রহমান ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল পদত্যাগ করেছিলেন। এরপর সেলিম শাহেদের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যাদের তত্ত্বাবধানে এবার নির্বাচন সম্পন্ন হলো।

নির্বাচন পরবর্তী সময়ে তামিম বলেন, কোয়াব পরিচালনায় কিছু ত্রুটি থাকলেও নতুন কমিটি তা ঠিক করার চেষ্টা করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল নির্বাচন সম্পন্ন হওয়া। নতুন কমিটির হাতে দুই বছরের সময় থাকবে, যা তারা সিস্টেম্যাটিকভাবে ব্যবহার করবে। এ পর্যন্ত যা দেখেছি, তা ইতিবাচক।’

প্রথমবারের মতো কোয়াব নির্বাচনের সরাসরি প্রক্রিয়া দেখার অভিজ্ঞতা নিয়ে তামিম উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আমার আজ প্রথম দেখা। পুরো পরিবেশ যেন এক কার্নিভালের মতো। নতুন কমিটি প্রতিষ্ঠার পর তাদেরকে গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে হবে।’

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি