প্রতিনিধি 8 October 2025 , 9:07:22 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, দেশে ক্যাশলেস লেনদেন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, ক্যাশলেস লেনদেন বাড়লে রাজস্ব বৃদ্ধি পাবে। কারণ টাকা ছাপাতেই প্রতিবছর রাষ্ট্রের খরচ হয় ২০ হাজার কোটি টাকা।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত, উপদেষ্টা পরিষদসহ স্টেকহোল্ডারদের উচ্চপর্যায়ের এক বৈঠকে এসব কথা বলেন গভর্নর। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
গভর্নরের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘ক্যাশ ফ্লো বৃদ্ধির কারণে প্রতিবছর টাকা ছাপাতে অনেক টাকা খরচ হয়। ক্যাশলেস লেনদেন হলে এ খরচ কমে আসবে বলে মন্তব্য করেন কেন্দ্রিয় ব্যাংকের গভর্নর।