প্রতিনিধি 7 October 2025 , 7:40:35 প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক
নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের বোলিংয়ের বিপক্ষে সুবিধা করতে পারলেন না।
গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে
১৭৮ রানে থামিয়ে ইংল্যান্ডের বোলাররা সেরে ফেলেছেন জয়ের অর্ধেক কাজ।
৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে বাংলাদেশ।
তবে ব্যাটিং ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখে ফিফটি পেয়েছেন সুবহানা মুস্তারি। আর শেষদিকে ঝোড়ো ৪৩ রান করেছেন রাবেয়া খান। তাতে লড়াইয়ের পুঁজি পেয়েছে টাইগ্রেসরা।
দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন সুবহানা।

গত ম্যাচে ফিফটি করা রুবাইয়া হায়দার ঝিলিক আজ ব্যর্থ হয়েছেন। ৯ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি। তবে আরেক ওপেনার শারমিন আক্তার উড়ন্ত শুরু পেয়েছিলেন। দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। ৬ চারে ৫২ বলে করেছেন ৩০ রান।
ঝিলিক দ্রুত ফেরায় শক্ত ভিত পেতে গুরু দায়িত্ব ছিল জ্যোতির কাঁধে। তবে অধিনায়ক পুরোপুরি ব্যর্থ। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক ডাক খেয়ে ফেরায় সেটার প্রভাব পড়ে রানরেটে। মাঝের ওভারগুলোতে ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ।
এক প্রান্তে সুবহানা মুস্তারি উইকেট আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল।
তবে শেষদিকে ৯ নম্বরে ব্যাট করতে নেমে
রাবেয়া খাতুন ২৭ বলে করেছেন অপরাজিত ৪৩ রান। ৬ চার ও এক ছক্কায় প্রায় ১৬০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। মুস্তারির ব্যাট থেকে এসেছে ১০৮ বলে ৬০ রান। এটি তার অভিষেক ওয়ানডে ফিফটি।
ওয়ানডেতে মাত্র একবারই ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশকে ১০০ রানে হারিয়েছে ইংলিশরা।