খেলা

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ, প্রতিপক্ষ পাকিস্তান

  প্রতিনিধি 2 October 2025 , 12:38:09 প্রিন্ট সংস্করণ

আজ মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
আজ মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

দুইদিন আগে নারী বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। কলম্বোয় আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে নিগার সুলতানার দল। প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ যে দুটি ম্যাচকে জয়ের লক্ষ্য বানিয়েছে, তার মধ্যে এটি একটি। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপটা শুরু করতে চায় বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা।

বাংলাদেশ ও পাকিস্তান- দুই দলই এবারের বিশ্বকাপের মূল পর্বে উঠেছে বাছাই পর্বের লড়াই পেরিয়ে। শেষ চার ওয়ানডেতে দু’দলই জিতেছে দুইটি করে ম্যাচ। এমনকি এক ম্যাচে সুপার ওভারেরও প্রয়োজন হয়েছিল। সবমিলিয়ে, দুই দলকেই সমান শক্তির প্রতিপক্ষ বলছে ক্রিকেট বিশ্লেষকরা।

বাংলাদেশ দলের জন্য এটি পাঁচ মাস পর প্রথম ওয়ানডে। লাহোরে বাছাই পর্বের ফাইনালের পর থেকে আর ওয়ানডে খেলেনি নিগার সুলতানার দল। যদিও গতবছর আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হেরেছিল ২-১ ব্যবধানে।

বিজ্ঞাপন

বাংলাদেশের মূল শক্তি তাদের বোলিং। তবে এ বছর কিছুটা ব্যাটিং গভীরতাও তৈরি হয়েছে। অধিনায়ক নিগার সুলতানার পাশাপাশি টপ-অর্ডারের শারমিন আখতার আছেন দুর্দান্ত ফর্মে। এ বছর ৮ ইনিংসে শারমিনের গড় ৫০.৮৫।

তবে দলের জন্য বাড়তি ধাক্কা হলো- হেড কোচ সারওয়ার ইমরান কলম্বোয় হালকা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। যদিও তিনি এখন সুস্থতার পথে, তবে বিশ্বকাপ চলাকালীন তাকে পাওয়া যাবে না বলেই শঙ্কা রয়েছে।

নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার বললেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলা আমাদের জন্য ভালোই হবে। আমরা তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছি। তাই প্রতিযোগিতা বেশ জমবে।’

২০২২ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলেন বাংলাদেশের মেয়েরা। ওই টুর্নামেন্টে নিগারদের একমাত্র জয় পাকিস্তানের বিরুদ্ধেই। বর্তমান দলটি আগের থেকে পরিণত বলে জয়ের সম্ভাবনাও বেশি দেখছেন অধিনায়ক, ‘২০২২ সালের পর থেকে অনেক কিছু বদলে গেছে। এটা নতুন দিন, নতুন সুযোগ। সুযোগটা আমরা কাজে লাগাতে চাই।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি