আন্তর্জাতিক

ইসরায়েলের হাতে আটক গাজামুখী নৌযান, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়

  প্রতিনিধি 2 October 2025 , 12:23:25 প্রিন্ট সংস্করণ

সড়কে নেমেছেন ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা
সড়কে নেমেছেন ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে বাধা দেয়ার ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন শহরে। বুধবার রাত থেকেই সড়কে নেমেছেন ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা।

বুধবার সন্ধ্যার পর ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৩টি নৌযানের মধ্যে ১৩টিকে আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী। আটক এসব নৌযান এবং সেখানে থাকা ২ শতাধিক ক্রু ও স্বেচ্ছাসেবীকে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলে। তুরস্ক, স্পেন ও ইতালি তাদের নাগরিকদের সুরক্ষায় নৌযান ও ড্রোন পাঠায়। তবে শুরু থেকেই ইসরায়েল সতর্ক করে আসছিল যে ফ্লোটিলা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছে এবং অবরোধ ভঙ্গ করছে। ইসরায়েল বিকল্প নিরাপদ পথে ত্রাণ পাঠানোর প্রস্তাবও দিয়েছিল।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার নিন্দা জানিয়ে একে “সন্ত্রাসী কর্মকাণ্ড” বলে অভিহিত করে। তারা অভিযোগ করে, ইসরায়েল নিরীহ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছে।

বিজ্ঞাপন

কোলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আটক দুই কোলম্বিয়ানের মুক্তি দাবি করেন। তিনি একে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সব কূটনৈতিক কর্মকর্তাকে দেশ থেকে বহিষ্কার করেন এবং দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ইসরায়েলের এ পদক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, আট মালয়েশীয় নাগরিককে আটক করা হয়েছে। “একটি মানবিক মিশনকে আটকে দিয়ে ইসরায়েল শুধু ফিলিস্তিনিদের অধিকার নয়, বরং গোটা বিশ্বের বিবেককে অপমান করেছে।”

ঘটনার প্রতিবাদে ইতালি ও কোলম্বিয়ায় বিক্ষোভ হয়। ইতালির শ্রমিক ইউনিয়নগুলো শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে আন্তর্জাতিক ত্রাণবাহী বহরের প্রতি সংহতি জানিয়ে।

একই ঘটনা ঘটেছে জার্মানির রাজধানী বার্লিন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। বার্লিনে সেন্ট্রাল স্টেশনের কাছে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থি, বাসেলসে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। লন্ডনে তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নেমেছেন শতাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান!