সর্বশেষ সংবাদ স্ক্রল

রাঙামাটিতে আকস্মিক ঝড়ে নৌকাডুবি: মা-ছেলেসহ মৃত্যু ৩

  প্রতিনিধি 1 October 2025 , 7:27:35 প্রিন্ট সংস্করণ

- রাঙামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবিতে চলে উদ্ধার কাজ। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

রাঙামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে লংগদু উপজেলার গুলশাখালী থেকে মাইনীমুখের এফআইডিসি এলাকায়, নিজেদের বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মৃতরা হলেন-স্থানীয় আছির আলীর স্ত্রী সালমা বেগম (৩৮) ও তার ছেলে মাসুম (৫) এবং শিরিনা বেগমের ছেলে মো. রানা (৭)। শিরিনা একই এলাকার আরজ আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, ওই এলাকা থেকে কাপ্তাই হ্রদ দিয়ে একটি নৌকায় করে বাড়ি ফিরছিলেন চালকসহ পাঁচজন। তাদের মধ্যে ছিলেন দুই নারী, দুই শিশু ও এক পুরুষ (নৌকাচালক)। পথে হঠাৎ ঝড় উঠলে নৌকা থেকে পড়ে সালমাসহ দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হন। অন্য দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ঘটনার পরপরই শিরিনা বেগমকে (৪০) জীবিত এবং শিশু রানার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

এরপর বুধবার সকালে প্রথমে সালমার লাশ এবং বেলা ২টার দিকে নিখোঁজ অপর শিশু মাসুমের লাশ ভেসে উঠলে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার করেন। স্থানীয় স্কুলশিক্ষক মো. সোহেল কবির জানান, মঙ্গলবার সকালে একটি ছোট নৌকা নিয়ে পাঁচজন গুলশাখালীর আত্মীয় বাড়ি বেড়াতে যান। সন্ধ্যায় ফেরার পথে আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে গেলে সালমাসহ দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হন। অপর দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

লংগদু ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন চৌধুরী জানান, বুধবার সকালে রাঙামাটি থেকে আমাদের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ করে। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন জানান, মঙ্গলবার রাতে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক নারীসহ অপর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা