প্রতিনিধি 1 October 2025 , 3:31:31 প্রিন্ট সংস্করণ

দুর্গাপূজা চলাকালে পাহাড় অঞ্চলে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, সেটিকে পরিকল্পিত চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভীর অভিযোগ, যারা বর্তমান সরকারের পতন চায়, তারাই উদ্দেশ্যমূলকভাবে পূজার সময়ে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তিনি বলেন, “রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার অপচেষ্টা চলছে।”

তিনি আরও দাবি করেন, কেবল দেশের ভেতর থেকেই নয়, বাইরের শক্তিগুলোকেও এই ষড়যন্ত্রে সম্পৃক্ত করা হয়েছে। তবে সব ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রতিশ্রুতি দিয়েছে বলেও উল্লেখ করেন রিজভী।
সবার উদ্দেশে তিনি আহ্বান জানান, সম্প্রীতির সংস্কৃতি ধরে রাখতে দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে।
এদিকে, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কোনো বিকল্প পদ্ধতিতে নয়, বরং সংবিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে।