খেলা

ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের

  প্রতিনিধি 28 September 2025 , 8:31:50 প্রিন্ট সংস্করণ

এই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী
এই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

এশিয়া কাপ মানেই উত্তেজনা, আর ফাইনালে যদি হয় ভারত বনাম পাকিস্তান—তাহলে সেটি রূপ নেয় ক্রিকেটের মহাযুদ্ধে। ৪১ বছর পর প্রথমবার এই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, ব্যাট হাতে নিখুঁত এক ম্যাচ খেলতে চান তারা।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভম দুবে, ঋতুরাজ গায়কোয়াড়/রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী/নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “উইকেটটা ভালো দেখাচ্ছে। আলো জ্বলার পর ব্যাটিং আরও সহজ হবে। আমরা প্রথমে ব্যাট করে ভালো করেছি, তবে আজ রান তাড়া করাই লক্ষ্য।”

পাকিস্তান অধিনায়ক সালমান আগা আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, “আমরা এখনও নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। আশা করি আজ সেটিই হবে। এই কন্ডিশনে খেলতে অভ্যস্ত আমরা।”

ভারত এরই মধ্যে টানা কয়েক ম্যাচে দুর্দান্ত ফর্মে আছে। অন্যদিকে পাকিস্তানও শিরোপার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত। দুই দলেরই তারকা ক্রিকেটাররা আছেন সেরা ফর্মে। একপাশে অভিষেকের ব্যাটিং আক্রমণাত্মকতা, অন্যপাশে শাহীন-রউফদের পেস ঝড়—সব মিলিয়ে দুবাই আজ সাক্ষী হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেটীয় লড়াইয়ের।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
6:03 PM শাপলা প্রতীক পাচ্ছেনা এনসিপি 5:55 PM টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 5:45 PM গতি কমল মেট্রোরেলের 5:28 PM থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ 5:20 PM প্রতি আসনে একাধিক প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি 4:56 PM এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান 4:39 PM পুলিশ সদস্যদের নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না 4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭