প্রতিনিধি 28 September 2025 , 6:10:06 প্রিন্ট সংস্করণ

২০২৬ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৩টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্যাকেজ ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, আগামী বছরে হজ পালনের খরচ সামান্য কমেছে। ২০২৬ সালের হজের সর্বনিম্ন প্যাকেজ-৩ এর মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। আর প্যাকেজ-২ এর মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
এ ছাড়াও প্যাকেজ-১ এর মূল্য ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা (মসজিদুল হারাম থেকে ৭০০ মিটারের মধ্যে )। জানা গেছে, এর মধ্যে একটি প্যাকেজ সরকার নির্ধারণ করবে। অপর দুটি প্যাকেজ সরকার অনুমোদিত হজ এজেন্সিগুলো নির্ধারণ করবে।