শিরোনাম

থালাপতি বিজয়ের সমাবেশ: নিহত ৩৯, আইসিইউতে ভর্তি ৫১ জন

  প্রতিনিধি 28 September 2025 , 5:55:22 প্রিন্ট সংস্করণ

- ভারতীয় নায়ক থালাপতি বিজয় সম্প্রতি রাজনীতির মাঠে নেমেছেন। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ভারতীয় নায়ক থালাপতি বিজয় সম্প্রতি রাজনীতির মাঠে নেমেছেন সক্রিয়ভাবে। তৈরি করেছেন নতুন দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভারতের তামিলনাড়ুর করুর ভ্যালিতে তার দলের জনসভায় ভয়াবহ দুর্ঘটনায় ঘটেছে। ওই সময় বিজয়কে কাছ থেকে দেখার উত্তেজনায়, প্রাণ গেল ১০ শিশু এবং ১৬ জন নারীসহ ৩৯ জনের। এখনো হাসপাতালের আইসিইউতে ভর্তি ৫১ জন। আর আহত হয়েছেন প্রায় ৫ শতাধিক।

বিজ্ঞাপন

জানা গেছে, জনসভায় আগতরা ভিড়ের মাঝে নিজেদের সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান মাটিতে। তাদের উপর দিয়েই চলে যান অন্যরা। তুমুল ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। শুরু হয় বিশৃঙ্খলা। ব্যাপক ভিড় সামাল দিতে ততক্ষণে পুলিশও হিমশিম অবস্থায় পড়ে যায়। তারপরেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। যদিও এসবের মাঝে বিজয়ের বাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন অভিনেতা বিজয়। নিহতদের পরিবারের জন্য ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন তিনি। আহতদের দেবেন ২ লাখ রুপি। অপরদিকে, তামিলনাড়ু সরকার নিহতদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ রুপি দেবে বলে জানিয়েছে। আহতদের পরিবার পিছু দেয়া হবে এক লাখ রুপি।

এই ঘোষণার পাশাপাশি বিজয় এক্স-এ লেখেন, ‘আমি যাদের সঙ্গে দেখা করেছি তাদের সবার মুখ আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। আমার প্রিয়জনদের কথা ভেবে আমার হৃদয়ে কষ্ট হচ্ছে। আমার হৃদয় এই প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় শোকাহত। আমার গভীর সমবেদনা জানাচ্ছি তাদের প্রতি। একই সঙ্গে সবার দুঃখ ভাগ করে নিতে চাইছি’।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান!