জাতীয়

অংশীজনদের সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ শুরু

  প্রতিনিধি 28 September 2025 , 12:54:47 প্রিন্ট সংস্করণ

রোববার সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এই সংলাপ শুরু হয়
রোববার সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এই সংলাপ শুরু হয়
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসেছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রোববার সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এই সংলাপ শুরু হয়।

আমন্ত্রিতদের মধ্যে আলোচনায় অংশ নেন ১২ জন প্রতিনিধি। তারা হলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান,সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার,নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান,অধ্যাপক আব্দুল ওয়াজেদ,বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি,কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী,শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান,অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং টিআইবির পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।

বিজ্ঞাপন

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ—উপস্থিত ছিলেন। ইসি সচিব আখতার আহমেদও সভায় অংশ নেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নাগরিক সমাজসহ বিভিন্ন পক্ষের মতামত গ্রহণই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে আরেক দফা সংলাপে বসবে কমিশন।

আগামী নির্বাচনে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং। এ ছাড়া নির্বাচনী আইন, বিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সার্বিক প্রস্তুতি নিয়েও আলোচনায় মতামত নেওয়া হবে। কমিশন জানিয়েছে, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভোটের অন্তত দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এক থেকে দেড় মাস পর্যন্ত এই সংলাপ চলবে। সংলাপে অংশগ্রহণকারীদের পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে—অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সবার প্রত্যাশা। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান!