প্রতিনিধি 27 September 2025 , 2:36:18 প্রিন্ট সংস্করণ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে শুরু হয়েছে ৩২ দলের অংশগ্রহণে মিনি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় দাসাদি মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম খলিল।
চাঁদপুরের কল্যাণপুর ইউনিয়নের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অগ্নিশিখা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় জেলার ৩২টি ফুটবল দল অংশ নিচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ইব্রাহীম খলিল বলেন,“খেলাধুলা হলো সম্প্রীতির প্রতীক। খেলার মাধ্যমে যুব সমাজ, পাড়া-মহল্লা কিংবা গোটা দেশকে এক কাতারে আনা সম্ভব। খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখে এবং সামাজিক সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করে।”
আয়োজকরা জানান, যুব সমাজকে সম্পৃক্ত করতে এবং খেলাধুলার সংস্কৃতিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা
প্রয়োজন।