জাতীয়

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: ড. ইউনূস

  প্রতিনিধি 24 September 2025 , 12:53:23 প্রিন্ট সংস্করণ

নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।”

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বৈঠকে দুই নেতা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং বৈশ্বিক মানবিক সংকট নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

ড. ইউনূস জানান, আসন্ন নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে। একইসঙ্গে তিনি কার্বন নিরপেক্ষ অলিম্পিক আয়োজনের ওপর জোর দেন এবং উল্লেখ করেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরে তিনি নেতৃত্ব দিয়েছেন। আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসহ ভবিষ্যতের আয়োজনগুলোতেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মেয়র হিদালগো ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আপনি অসাধারণ কাজ করেছেন, এবং আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উভয় নেতা শরণার্থীদের জীবনমান উন্নয়নে বৈশ্বিক তহবিল বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। মেয়র হিদালগো আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদাসহ তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবেন।

ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যাতে বৈশ্বিক মনোযোগ পুনরায় আকৃষ্ট করে একটি স্থায়ী সমাধান খোঁজা যায়।

বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। এ সময় ড. ইউনূস মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান!