প্রতিনিধি 23 September 2025 , 9:04:03 প্রিন্ট সংস্করণ

বিমানযাত্রী বেশে মাদক পরিবহনকালে ৭৫৮০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটককৃতরা হলেন রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিন (২০)।
পুলিশ বলছে, মঙ্গলবার দুপুর ১.৩৫ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তাদের দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভিতরে এবং শরীরে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করছিলেন।

তাদের সাথে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করলে, ব্যাগের হাতলের স্টিলের ভিতরে ৫৮০০ পিস ইয়াবা পাওয়া যায় এবং রোজিনার শরীরে বিশেষ কায়দায় ১৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের মা ও মেয়ে হিসেবে পরিচিত, দীর্ঘদিন ধরে তারা মাদক বিক্রয় ও পরিবহনের সাথে জড়িত বলে জানা গেছে।
এ ব্যাপারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, “বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের কার্যক্রম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহারে সকল অপরাধী কার্যক্রম প্রতিরোধে তৎপর থাকাবেন।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।