• আন্তর্জাতিক

    নিজেদেরই গ্রামে পাকিস্তান বিমানবাহিনীর হামলা

      প্রতিনিধি 22 September 2025 , 8:01:58 প্রিন্ট সংস্করণ

    সেনাবাহিনী দাবি করেছে, তারা সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে
    সেনাবাহিনী দাবি করেছে, তারা সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে এ হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী দাবি করেছে, তারা সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।

    তবে স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, এ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুসহ বহু সাধারণ মানুষও রয়েছেন।

    স্থানীয় পুলিশ জানায়, টিটিপি সন্ত্রাসীরা বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রেখেছিল একটি কম্পাউন্ডে। বিমানবাহিনীর হামলার পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে শুধু সন্ত্রাসীরাই নয়, আশপাশের সাধারণ মানুষও হতাহত হন। কয়েকটি ঘরবাড়ি ধসে পড়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    বিজ্ঞাপন

    খাইবারের পুলিশ কর্মকর্তা জাফর খান গণমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে টিটিপির স্থানীয় দুই কমান্ডার আমান গুল ও মাসুদ খানও রয়েছে। তারা ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে বোমা তৈরির কারখানা চালাচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।

    তিনি আরও জানান, সন্ত্রাসীরা সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছিল এবং আশপাশের জেলা শহরের মসজিদে অস্ত্র মজুত করেছিল।

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে—আহত শিশুদের স্থানীয়রা অস্থায়ী খাটে শুইয়ে চিকিৎসার চেষ্টা করছে। ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি থেকে মানুষজন আহতদের উদ্ধার করছে।

    এর আগে রোববার পাকিস্তান সেনাবাহিনী জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় চালানো অভিযানে সাতজন টিটিপি সন্ত্রাসী নিহত হয়। এরও আগে ১৩ ও ১৪ সেপ্টেম্বর টানা অভিযানে অন্তত ৩১ জন টিটিপি সদস্যকে হত্যা করার দাবি করেছিল সেনাবাহিনী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 6:10 PM বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি 5:47 PM গণ-অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন 4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা