প্রতিনিধি 20 September 2025 , 8:31:16 প্রিন্ট সংস্করণ

এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শুরু। ফাইনালে উঠার লড়াইয়ে প্রথম ম্যাচেই মাঠে নেমেছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ আজ শ্রীলঙ্কা। দুই দলের খেলা শুরু রাত সাড়ে ৮টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য সায় দিয়েছে টাইগারদের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।

এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়েছিল বাংলাদেশ। বি গ্রুপে বাংলাদেশের সাথে ছিল শ্রীলঙ্কাও। তবে সেই স্মৃতি ভালো নয় টাইগারদের, লঙ্কানদের কাছে ৬ উইকেটে হেরে যায় টাইগাররা। তবে এবার তার প্রতিশোধ নিতে চাইবে বাংলাদেশ। সেই সামর্থ্যও আছে লিটনদের। এশিয়া কাপে আসার আগে শ্রীলঙ্কার মাটিতেই তাদের সিরিজ হারিয়ে এসেছিল টাইগাররা, সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় আজ।
সারাদিন দিনভর একাদশে পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা হলেও, তেমন পরিবর্তন আসেনি। জাকের আলি, তাওহীদ হৃদয়রা আছেন একাদশে। ফেরানো হয়নি তানজিম সাকিবকেও। উল্টো রিশাদ হোসেন ও নুরুল হাসান সোহানকে বসিয়ে সুযোগ দেয়া হয়েছে শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানকে।
বাংলাদেশ দল :
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, জাকের আলি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।