আন্তর্জাতিক

ইসলামাবাদকে বাঁচাতে রিয়াদ এগিয়ে আসবে: খাজা আসিফ

  প্রতিনিধি 20 September 2025 , 6:46:49 প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

পাকিস্তান ও সৌদি আরব গত সপ্তাহে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, তাতে কৌশলগত পারস্পরিক সহযোগিতার ধারা থাকায় ভারত যদি যুদ্ধ ঘোষণা করে তবে ইসলামাবাদকে বাঁচাতে রিয়াদ এগিয়ে আসবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ডন ও এনডিটিভি।

হ্যাঁ, অবশ্যই, এ নিয়ে কোনো সন্দেহ নেই—ভারতের সঙ্গে যুদ্ধ হলে সৌদি আরব জড়াবে কিনা, এমন প্রশ্নের জবাবে পাকিস্তানি চ্যানেল জিও নিউজকে আসিফ এমনটাই বলেছেন। তিনি চুক্তিটিকে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের ধারা ৫-এর সঙ্গে তুলনা করেন, যেখানে বলা হয়েছে, জোটের এক সদস্য আক্রান্ত হলে তা অন্যদের ওপরও আক্রমণ হিসেবে বিবেচিত হবে।

আসিফ বলেন, এই চুক্তি প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। তার ভাষায়, যদি কোনো আগ্রাসন হয়—তা সৌদি আরব বা পাকিস্তান, যার বিরুদ্ধেই হোক না কেন, আমরা যৌথভাবে তা মোকাবেলা করবো। রয়টার্সকে তিনি আরও বলেন, কোনো আগ্রাসনের জন্য এই চুক্তি ব্যবহারের ইচ্ছা আমাদের নেই। তবে কেউ হুমকির মুখে পড়লে ব্যবস্থা কার্যকর হবে।

বিজ্ঞাপন

চুক্তির আওতায় সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্রও পাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে এক টকশোতে আসিফ বলেছিলেন, চুক্তি অনুযায়ী আমাদের সব সক্ষমতা তাদেরও পাওয়ার সুযোগ থাকবে। তবে পরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরমাণু অস্ত্রের কথা বিবেচনাতেই নেই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান এ বিষয়ে বলেন, নীতিটি সময়ের সঙ্গে বদলায়, বদলানো অব্যাহত আছে।

রয়টার্সকে এক সৌদি কর্মকর্তা জানান, এটি একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি, যার মধ্যে সামরিক সব উপায়ই আছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সফরে রিয়াদে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে বলা হয়েছে, এক দেশের ওপর আক্রমণ মানে উভয়ের ওপর আক্রমণ।

এ চুক্তির প্রতিক্রিয়ায় ভারত সরকার জানিয়েছে, এটি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের আনুষ্ঠানিক রূপ, আর নয়া দিল্লি এর প্রভাব খতিয়ে দেখছে। বিশ্লেষকদের মতে, এতে পাকিস্তান সৌদি আরবের আর্থিক সহায়তা আদায়ে শক্তিশালী অবস্থানে পৌঁছাবে, আর সৌদি আরব পাবে ‘পারমাণবিক ঢাল’। শুধু ভারত নয়, ইরান ও ইসরায়েলের ওপরও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি