• জাতীয়

    বিদেশে পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশের অভ্যন্তরে বিবেচনাধীন: ইসি মাছউদ

      প্রতিনিধি 17 January 2026 , 10:12:16 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ডিজাইনে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের মতো সব প্রতীক না রেখে শুধু চূড়ান্ত প্রার্থীদের নাম ও প্রতীক রাখা হবে।

    গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের এক অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    এর আগে বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক বাদ দিয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেয় বিএনপি।

    বিজ্ঞাপন

    বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ব্যবহার বাড়বে। সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখা হলে ভোটারদের জন্য ভোট দেওয়া সহজ হবে। নির্বাচনকে জটিল না করে ভোটারবান্ধব ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

    এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, নির্বাচনে বিশেষ কিছু দলকে সুবিধা দিতে পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলো প্রথম লাইনে রাখা হয়েছে।

    তবে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের নকশা প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটে প্রকাশিত প্রার্থীদের প্রতীকের ক্রমধারা অনুসরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:12 AM বিদেশে পোস্টাল ব্যালটে পরিবর্তন নয়, দেশের অভ্যন্তরে বিবেচনাধীন: ইসি মাছউদ 7:26 AM মধ্যরাতে ঢাবির হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার 12:55 AM খালেদা জিয়ার মানসিকতা ধারণ করার আহ্বান বিশিষ্টজনদের 12:35 AM হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি 12:21 AM শ্বাসরুদ্ধকর লড়াইয়ের শেষ বলে ৫ রানে জয় পেল রাজশাহী 11:20 PM দ্বীয়া দ্বীপ দখল নিতে আরাকান আর্মি ও সশস্ত্র রোহিঙ্গাদের সংঘাত 8:55 PM পবিত্র শব-ই মেরাজ মেরাজ: মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত রাত 8:34 PM জরুরি সংবাদ সম্মেলন: ইসলামী আন্দোলনের অভিযোগ নাকচ জামায়াতের 8:19 PM সুপ্রিম কোর্টের নির্দেশে, পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল 8:08 PM ইসিতে আপিল শুনানি: সপ্তম দিনে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর