• রাজনীতি

    জরুরি সংবাদ সম্মেলন: ইসলামী আন্দোলনের অভিযোগ নাকচ জামায়াতের

      প্রতিনিধি 16 January 2026 , 8:34:47 প্রিন্ট সংস্করণ

    জরুরি সংবাদ সম্মেলন: ইসলামী আন্দোলনের অভিযোগ নাকচ জামায়াতের। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইসলামী আন্দোলনের অভিযোগ নাকচ করে দিল বাংলাদেশ জামায়াত ইসলামী। নিজেদের অবস্থান স্পষ্ট করেন, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সমসাময়িক রাজনীতি ও নির্বাচনী ঐক্য নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    তিনি জানান, আসন সমঝোতা-রাজনৈতিক আলোচনা কিংবা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, কোনো পক্ষকেই অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি; বরং সর্বোচ্চ স্বচ্ছতা, বাস্তবতা ও সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়াও নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক সমঝোতা, আসন বণ্টন কিংবা নতুন সমীকরণ তৈরি হওয়া অস্বাভাবিক নয়।

    অপরদিকে, নির্বাচনী ঐক্যের কাঠামো নিয়ে ওঠা প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, ‘এটি কোনো আনুষ্ঠানিক জোট নয়; বরং একটি নির্বাচনী ঐক্য প্রক্রিয়া। সে কারণেই এখানে আহ্বায়ক, সদস্য সচিব বা নির্দিষ্ট সাংগঠনিক কাঠামো রাখা হয়নি। জোট হলে কাঠামো থাকত। এখানে তা হয়নি। এখানে ‘বাই রোটেশন’ পদ্ধতিতে সবাই বক্তব্য রেখেছেন। এটাকে একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতির প্রকাশ’।

    বিজ্ঞাপন

    তিনি জানান, ‘মনোনয়ন দাখিলের পরও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকায় পর্যায়ক্রমে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যে লিয়াজোঁ কমিটি মাঠের বাস্তবতা, দলগুলোর সাংগঠনিক শক্তি, প্রার্থীর পরিচিতি ও গ্রহণযোগ্যতা, প্রতিদ্বন্দ্বী দলের অবস্থানসহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে একাধিক জরিপের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। এ প্রক্রিয়ায় ৮ থেকে ১০টি জরিপ বিশ্লেষণ করা হয়’।

    অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘কিছু আসন এক দফায় ঘোষণা করা হলেও কয়েকটি বিষয়ে মতভিন্নতা থাকায় সময় নিয়ে ধারাবাহিক আলোচনা হয়েছে। গত কয়েক দিনে দীর্ঘ বৈঠকের মাধ্যমে বিষয়গুলো নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে।’ তিনি আরও বলেন, আসন বণ্টন ছিল সম্মিলিত সিদ্ধান্তের ফল, কাউকে কিছু চাপিয়ে দেয়া হয়নি।

    এ ছাড়াও ইসলামী আন্দোলন জোট থেকে সরে দাঁড়ালেও আলোচনার পথ এখনও খোলা আছে বলে মনে করে জামায়াত। জুবায়ের বলেন, ‘রাজনীতিতে শেষ বলে কিছু নেই। মনোনয়নপত্র প্রত্যাহারের এখনও সময় বাকি। আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে ইসলামী দলগুলো এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকে। লিয়াজোঁ কমিটি ও শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

    তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং বাকি আসনগুলো নিয়ে আলোচনা চলছে। আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব। সামনে বাস্তবতা বিবেচনায় নিয়ে আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:34 PM জরুরি সংবাদ সম্মেলন: ইসলামী আন্দোলনের অভিযোগ নাকচ জামায়াতের 8:19 PM সুপ্রিম কোর্টের নির্দেশে, পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল 8:08 PM ইসিতে আপিল শুনানি: সপ্তম দিনে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর 8:01 PM তারেক রহমান ও ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক 7:54 PM যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেলেন শহীদ ওসমানের ভাই ওমর হাদি 7:43 PM কেরানীগঞ্জে মা-মেয়ে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য 7:07 PM জয়শ্রী কবিরের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন জাভেদ মাহমুদ 6:52 PM বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার কুয়েতের 5:40 PM দোয়া-মোনাজাত ও স্মৃতিচারণে শেষ হয়েছে, খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত শোকসভা 5:02 PM কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ২