• জাতীয়

    ইসিতে আপিল শুনানি: সপ্তম দিনে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর

      প্রতিনিধি 16 January 2026 , 8:08:21 প্রিন্ট সংস্করণ

    ইসিতে আপিল শুনানি: সপ্তম দিনে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে, দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই শুনানিতে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে ২১টি আবেদন নামঞ্জুর এবং ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

    রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন। এ দিন নির্ধারিত সময়ে মোট ৪৩টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে কমিশন। একই বিষয়ে (বাতিলের বিরুদ্ধে) ১৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে।

    বিজ্ঞাপন

    এছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন। শুনানিতে জটিলতা থাকায় ৪টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। অপরদিকে, কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জানুয়ারি (রোববার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।

    উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩ শ’ নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:08 PM ইসিতে আপিল শুনানি: সপ্তম দিনে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর 8:01 PM তারেক রহমান ও ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক 7:54 PM যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেলেন শহীদ ওসমানের ভাই ওমর হাদি 7:43 PM কেরানীগঞ্জে মা-মেয়ে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য 7:07 PM জয়শ্রী কবিরের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন জাভেদ মাহমুদ 6:52 PM বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য নেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার কুয়েতের 5:40 PM দোয়া-মোনাজাত ও স্মৃতিচারণে শেষ হয়েছে, খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত শোকসভা 5:02 PM কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ২ 5:01 PM জামায়াত জোট ত্যাগ, ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন 4:08 PM বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত