
প্রতিনিধি 14 January 2026 , 8:29:39 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, ১২ দলীয় জোটের নেতারা। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান তারা। বিএনপির মিডিয়া সেল বলেছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, সাক্ষাৎকালে তারেক রহমান ১২-দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতারা।