
প্রতিনিধি 8 January 2026 , 6:24:01 প্রিন্ট সংস্করণ

ধর্মঘট প্রত্যাহার করেছে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবসায়ীরা। এর মাধ্যমে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের যে ঘোষণা তারা দিয়েছিলেন-সেখান থেকে সরে এলেন।

বৃহস্পতিবার-বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান এসব তথ্য জানান। এর আগে বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য নোটিশ জারি করে ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যবসায়ী সমিতি।