• খেলা

    মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ: আমিনুল হক

      প্রতিনিধি 3 January 2026 , 2:55:11 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে ভারতীয় বোর্ডের নির্দেশকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তার মতে, এমন পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে যাওয়াও ঝুঁকিপূর্ণ হতে পারে।

    তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পরামর্শ দিয়েছেন ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে।

    ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে থাকে বাংলাদেশের। দুই দেশের বিশেষ শ্রেণী সেই সম্পর্ক আরও জটিল করে তুলছে। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। গত ডিসেম্বরে আইপিএলের নিলামে দল পাওয়ার পর থেকেই মোস্তাফিজকে বাদ দিতে উঠেপড়ে লেগেছে ভারতের কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী। টাইগার পেসারকে দলে ভেড়ানোয় কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে তো হুমকি দিচ্ছিলই, পাশাপাশি স্টেডিয়ামেও ভাঙচুর চালানোর হুমকি দিয়ে যাচ্ছিল তারা

    বিজ্ঞাপন

    এতদিন এ বিষয়ে বিসিসিআই স্পষ্ট কোনো বার্তা না দিলেও শনিবার (৩ জানুয়ারি) তারা মোস্তাফিজকে বাদ দিতে কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’

    ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তার মতে, মোস্তাফিজকে যে কারণে বাদ দিতে চাচ্ছে, সে একই কারণে বিশ্বকাপ খেলতে ভারতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশের ক্রিকেটাররাও। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশ চার ম্যাচের সবকটি ভারতেই খেলবে।

    এ বিষয়ে শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে আমিনুল বলেন, ‘মোস্তাফিজের বিষয়টি দুঃখজনক। বিসিবির উচিত বিসিসিআই এর সঙ্গে আলোচনা করা। মোস্তাফিজের বিষয়ের পরে সামনের বিশ্বকাপ ভারতে খেলতে গেলে আমাদের ক্রিকেটারদের ঝুঁকি থাকবে।’

    বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ১৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এরপর সেরা আট নিশ্চিত করলে খেলবে আরও তিনটি ম্যাচ। সূচি অনুযায়ী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলবে সেরা আটের লড়াই। বিশ্বকাপ মিশন শুরু করতে ভারতের মাটিতে বাংলাদেশ পা রাখবে প্রথম ম্যাচের কমপক্ষে সপ্তাহখানেক আগে। সেখানে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে বিসিবির। সব মিলিয়ে সেমিতে না উঠলেও মাসখানেক ভারতে অবস্থান করবে লাল সবুজরা। তাই বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবি কথা বলবে আশা করছেন আমিনুল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:27 PM আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা 12:17 PM রিয়ালের নতুন কোচ আরবেলোয়া 12:06 PM গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান 12:05 PM নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা 11:58 AM জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 11:40 AM রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ ফেব্রুয়ারি 11:24 AM দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 11:17 AM ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক: বিপাকে ভারত 10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত