
প্রতিনিধি 31 December 2025 , 12:11:49 প্রিন্ট সংস্করণ

মানিক মিয়া এ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে। এর আগে গুলশান-২ এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে মানিক মিয়া এ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ীবহর নিয়ে রওনা হয়।
আজ দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বেগম জিয়াকে চন্দ্রিমা উদ্যানে তার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। তার মরদেহবাহী গাড়ির চারপাশে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
ডিএমপির ঘোষিত রুট অনুযায়ী, খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দফতরের পাশ দিয়ে গুলশান–২ এলাকায় নেওয়া হয়।