• আন্তর্জাতিক

    ভারতে মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু নির্যাতনে বাংলাদেশের উদ্বেগ

      প্রতিনিধি 28 December 2025 , 7:21:40 প্রিন্ট সংস্করণ

    ভারতে মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু নির্যাতনে বাংলাদেশের উদ্বেগ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট: ভারতে মুসলিম ও খিস্ট্রানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশের সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের দাবি প্রত্যাখান করেছে।

    বাংলাদেশ সরকার বলছে, ‘চলতি মাসে উড়িষায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংস হত্যা, বিহারে মুহাম্মদ আখতার হোসেনের নৃশংস হত্যাকাণ্ড, কেরালায় বাংলাদেশি সন্দেহে একজন নিরীহকে হত্যা ও বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর গণপিটুনি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপনকালে ভারতজুড়ে তাদের প্রতি সংগঠিত গণসহিংসতার প্রতিও বাংলাদেশ উদ্বিগ্ন।’

    বিজ্ঞাপন

    বাংলাদেশ আরও বলেছে, ‘এসব ঘটনাকে আমরা ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি। আমরা প্রত্যাশা করি, ভারতের সংশ্লিষ্ট কতৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে। দোষীদের বিচারের আওতায় আনবে। বাংলাদেশ মনে করে প্রত্যেক দেশেরই তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেয়া এবং প্রত্যেক দেশেরই তা পালন করা উচিত।’

    বিবৃতিতে বাংলাদেশ সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে ভারতের অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। দেশটির মুখপত্রের মন্তব্য বাস্তবতার প্রতিফলন ঘটায় না।

    অপরদিকে বাংলাদেশ জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, ভারতের বিভিন্ন অংশে অপরাধমূলক কর্মকাণ্ডের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে হিন্দুদের ওপর পদ্ধতিগত নির্যাতন হিসেবে চিত্রিত করা হচ্ছে। এবং বিদ্বেষপূর্ণভাবে বাংলাদেশবিরোধী মনোভাব প্রচারের জন্য ব্যবহার করার পদ্ধতিগত প্রচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশের নির্বাচনকে উপলক্ষ্য করে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:17 AM ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক: বিপাকে ভারত 10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত 9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল