
প্রতিনিধি 25 December 2025 , 6:08:22 প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য-বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সভা মঞ্চে একটি বিশেষ চেয়ার রাখা হয়েছিল, ৩০০ ফিটে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে। তবে তিনি সেটি ব্যবহার না করে সাধারণ চেয়ারে বসেন।

তার এই আচরণে উপস্থিত নেতাকর্মীরা মুগ্ধ হয়, তাদের মধ্যে আবেগ ও উৎসাহের জাগরণ দেখা যায়। দলীয় সূত্র জানায়, দেশের প্রতি ভালোবাসা ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠতার প্রতীক হিসেবেই তিনি স্পেশাল চেয়ার এড়িয়ে সাধারণ চেয়ারে বসেন।
অনুষ্ঠানটি তার আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। তারেক রহমানের উপস্থিত নেতাকর্মীদের সাড়া মিলিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।