
প্রতিনিধি 14 December 2025 , 9:10:43 প্রিন্ট সংস্করণ

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। রোববার রাত ৮টা ৫০ মিনিটে তিনি নিজেই বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।

কে আপনাকে তুলে নিয়ে এসেছে-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা তুলে নিয়ে এসেছে জানি না। তবে আমি এখন ডিবি হেফাজতে রয়েছি। এ ছাড়াও কি কারণে তুলে নিয়ে যাওয়া হয়েছে-সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কি কারণে আমাকে ডিবি কার্যালয়ে তুলে আনা হয়েছে, সে বিষয়টি বলতে পারছি না।
তবে একটি সূত্র জানায়, ধানমন্ডির একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে জানতে ডিএমপির (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ) একাধিক কর্মকর্তাকে ফোন দিয়েও পাওয়া যায়নি।