
প্রতিনিধি 12 December 2025 , 6:07:02 প্রিন্ট সংস্করণ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তার মাথার ভেতরেই রয়েছে। বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর, শুক্রবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। এ দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর।

এ ছাড়াও ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, তার মাথার ভেতরে গুলি আছে। ইমারজেন্সি ওটি কমপ্লেক্সে হাদির অপারেশন চলছে। অবস্থা ক্ষীণ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এর আগে গত নভেম্বর মাসে শরিফ ওসমান হাদি দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, তাকে হত্যা, বাড়িতে আগুনসহ-তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।