
প্রতিনিধি 11 December 2025 , 11:55:36 প্রিন্ট সংস্করণ

চণ্ডিগড়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কুইন্টন ডি ককের ঝোড়ো ইনিংসের কল্যাণে ভারতের বিপক্ষে বড় পুঁজি তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ব্যর্থ হয় স্বাগতিক দলের ব্যাটাররা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পাঁচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৫১ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৬২ রানে থামে স্বাগতিকরা।
৪৬ বলে ৭ ছক্কা ও ৫ চারের মারে ৯০ রানের ইনিংস খেলে প্রোটিয়াদের জয়ের অন্যতম নায়ক ডি কক। এছাড়া বল হাতে ওটনিল বার্টম্যান ২৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন ডি কক। ওপেনিং সঙ্গী রিজা হেনড্রিকস ১০ বলে ৮ রান করে আউট হলে জুটি গড়েন এইডেন মারক্রামের সঙ্গে। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৮৩ রানের জুটি। ২৬ বলে ২ চার ও ১ ছক্কায় মারক্রাম ২৯ রান করে আউট হলেও আধিপত্য চালিয়ে যান ডি কক। শেষ পর্যন্ত দলের সংগ্রহ দেড়শ পার করে রান আউট দুর্ভাগ্যে ক্রিজ ছাড়েন তিনি। শেষদিকে ডনোভান ফেরেইরার ১৬ বলে ৩০ আর ডেভিড মিলারের ১২ বলে ২০ রানের অপরাজিত ইনিংসে দুই ছাড়ায় প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২১৩ রান। ভারতের পক্ষে ৪ ওভার বল করে সবচেয়ে বেশি ৫৪ রান খরচ দিলেও উইকেটশূন্য ছিলেন আর্শদীপ সিং। উইকেটশূন্য জাসপ্রিত বুমরাহও দেন ৪৫ রান। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের সফল বোলার বরুণ চক্রবর্তী।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। ৩২ রান যোগ হতেই তারা হারায় তিন ব্যাটারকে। শুভমান গিল ১ বলে ০, অভিশেক শর্মা ৮ বলে ১৭ আর সূর্যকুমার যাদব ৪ বলে ৫ রান করে আউট হন। হাল ধরার চেষ্টা করা অক্ষর প্যাটেল ২১ বলে ২১ রান করে দলীয় ৬৭ রানে বিদায় নেন। বিপর্যয়ে পড়া দলকে পঞ্চম উইকেটে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন তিলক বার্মা ও হার্দিক পান্ডিয়া। তবে সফল হননি। তিলক ৩৪ বলে ৫ ছক্কা ও ২ চারের মারে ৬২ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমিয়েছেন। এছাড়া হার্দিক ২৩ বলে ২০ আর জিতেশ শর্মা ১৭ বলে ২৭ রান করেছেন।
প্রোটিয়াদের হয়ে বার্টমান ৪, আর ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, মার্কো ইয়ানসেন ও লুথো সিপামলা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০১ রানের বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরলো প্রোটিয়ারা। সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আগামী ১৪ ডিসেম্বর ধর্মশালায় মুখোমুখি হবে দুদল।