
প্রতিনিধি 11 December 2025 , 6:21:57 প্রিন্ট সংস্করণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো জোটবদ্ধভাবে ভোটে অংশ নিলেও নিজেদের পৃথক দলীয় প্রতীকে নির্বাচন করার বিধানের বৈধতা নিয়ে দায়ের করা রুল খারিজ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এর ফলে নির্বাচনী জোট গঠনের পরও প্রতিটি দলকে তাদের নিজস্ব দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে হবে। তবে, অতীতে নির্বাচনী জোটে সাধারণত নেতৃত্বপ্রাপ্ত দলের প্রতীকের মাধ্যমে ছোট দলগুলো ভোটে অংশ নিত, যদিও কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা গেছে।
