
প্রতিনিধি 11 December 2025 , 6:02:52 প্রিন্ট সংস্করণ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি খুব কঠোর হস্তে দমন করা হবে বলে কড়া হুঁশিয়ারি জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে, ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। তিনি বলেন, ‘আমরা এখন নির্বাচনের মোডে’।
‘আমরা একটি ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের দাবি-দাওয়া, আন্দোলন নিয়ে রাস্তায় নামলে খুব কঠোরভাবে দমন হবে’। অপরদিকে, এ বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এমন আদেশ দেয়া হয়েছে।