
প্রতিনিধি 9 December 2025 , 4:35:48 প্রিন্ট সংস্করণ

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেছেন, স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে থাকছে না। এ ছাড়াও ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে-নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ চূড়ান্ত। ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে চিঠি দেয়া হয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর তাদের ডাকা হয়েছে।