
প্রতিনিধি 8 December 2025 , 11:49:31 প্রিন্ট সংস্করণ

লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চরম বিপর্যয়ের মুখে পড়ল রিয়াল মাদ্রিদ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরে শিরোপাধারী বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ হারাল তারা। ম্যাচে প্রায় অর্ধেক সময় ১০ জন এবং যোগ করা সময়ে ৯ জন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের। এই হারে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরেই থাকল রিয়াল মাদ্রিদ, যা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সার চেয়ে চার পয়েন্ট কম।
২০০৬ সালের পর এই প্রথম রিয়ালের মাঠে জিতল সেল্টা। আর ২০১৪ সালের মে মাসের পর মুখোমুখি লড়াইয়ে ২২ ম্যাচ জয়হীন থাকার পর এই প্রথমবার লা লিগায় রিয়ালকে হারাল তারা। দলটির এই স্মরণীয় জয়ের নায়ক বদলি নামা সুইডিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিলিয়ত। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৩তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

ম্যাচজুড়ে ছন্দ খুঁজে পায়নি রিয়াল মাদ্রিদ। বল দখলে এগিয়ে থাকলেও এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা ছিলেন অনেকটা নিষ্প্রভ। এমবাপ্পে ৭৫তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও চিপ করে বল ওপরের জালে মারেন। ম্যাচের ২৪তম মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও।
এরপর শুরু হয় রিয়ালের কার্ড সমস্যা। ৬৪তম মিনিটে পরপর দুটি ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ফ্রান গার্সিয়া, ফলে রিয়াল নেমে যায় ১০ জনে। আর যোগ করা সময়ের শুরুতে ভিলিয়তকে ফাউল করার পর রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আলভারো কারেরাসও লাল কার্ড দেখলে ৯ জনে পরিণত হয় স্বাগতিকরা।
লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে রিয়াল মাদ্রিদ। এই হারের ক্ষত নিয়ে আগামী বুধবার (১০ ডিসেম্বর) ঘরের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে মাদ্রিদের দলটি।