• আন্তর্জাতিক

    হিথ্রো বিমানবন্দরে ‘রাসায়নিক ছিটিয়ে হামলা’, চিকিৎসাধীন ২১

      প্রতিনিধি 7 December 2025 , 7:12:23 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্তর্জাতিক ব্যস্ততম বিমানবন্দর লন্ডনের হিথ্রোতে বহু যাত্রী লাগেজ হাতে হতভম্ব এবং আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে ছিলেন।

    আন্তর্জাতিক ব্যস্ততম বিমানবন্দর লন্ডনের হিথ্রোতে একাধিক ব্যক্তির ওপর ‘পেপার স্প্রে’ জাতীয় রাসায়নিক ছিটানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, একদল লোকের মধ্যে গণ্ডগোলের এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় সন্দেহভাজন একজন হেফাজতে রয়েছে এবং আরও কয়েকজনকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনাস্থলেই আরও ১৬ জনকে চিকিৎসা দেয়া হয় বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস। খবর বিবিসির।

    বিজ্ঞাপন

    পুলিশ বলেছে, ঘটনাটি বিচ্ছিন্ন এবং এর সঙ্গে সন্ত্রাসবাদ বা কোনো ধরনের বিক্ষোভের সম্পর্ক নেই। যাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়, তারা নিজেদের পরিচিত ছিল এবং সেই বিরোধই সহিংসতায় রূপ নেয়।হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, টার্মিনাল-৩ এর মাল্টি-স্টোরি কার পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। জরুরি পরিষেবার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বিমানবন্দরের টিম।

    ঘটনার পর বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বহু যাত্রী লাগেজ হাতে হতভম্ব এবং আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের যেন গাড়ির টানেলের ভেতর দিয়ে হেঁটে টার্মিনালে যাওয়ার চেষ্টা না করেন। কারণ, ওই পথে এখন শুধু যানবাহন চলাচলের অনুমতি দেয়া হচ্ছে।

    কিছু যাত্রী বিশৃঙ্খলার মধ্যে চলন্ত ট্যাক্সি থামানোর চেষ্টাও করেন। জরুরি পরিষেবার কর্মীরা জানায়, যারা হেঁটে রওনা দিয়েছিলেন তাদের জন্য বাসের ব্যবস্থা করা হবে, তবে কেউই পায়ে হেঁটে টার্মিনালে যেতে পারবেন না। বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের ভ্রমণের জন্য অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ দেয়া হয়েছে

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:55 PM মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান 1:34 PM সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান 1:07 PM ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা 11:44 AM নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা 11:00 AM মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ আটক ৩ 10:57 AM ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত 10:53 AM প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু, প্রথম দিন শুনানি হবে ৭০টি 10:51 AM নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল 11:01 PM তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত 10:34 PM বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান