
প্রতিনিধি 4 December 2025 , 7:42:28 প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এ বিষয়ে বুধবার শুনানিতে লিভ টু আপিলের পক্ষে মতামত তুলে ধরে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ভ্রান্ত ধারণা ও ভুল ব্যাখ্যার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল। শুনানিতে আইনজীবীরা যুক্তি দেন, গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতের কাছেই আবার সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী।
অপরদিকে-রিটকারী আইনজীবীর প্রধান যুক্তি ছিল, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে অবস্থান করায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সে মত দেয়ার পরিস্থিতি তৈরি হয়নি। ফলে সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। রিট খারিজ করে হাইকোর্ট জানায়, জনগণ যখন বৈধতা দিয়েছে, তখন অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন, যা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন আদালত।