প্রতিনিধি 12 September 2025 , 4:35:39 প্রিন্ট সংস্করণ

সাবেক সচিব কাজী মিরাজ হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এভারকেয়ার হাসপাতালে সকাল ৯ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মরহুমের নামাজের জানাজা শুক্রবার গুলশান ২ নম্বর সোসাইটি মসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গ্রামের বাড়িতে নামাজের জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করার কথা রয়েছে।
কাজী মিরাজ হোসেনের মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
আরেক শোক বার্তায় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপার্সন-এর একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার শোক ও সমবেদনা জানিয়েছেন।
কাজী মিরাজ হোসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র গুলশান কার্যালয়ে দীর্ঘদিন কাজ করেছেন।