খেলা

৭ উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ

  প্রতিনিধি 12 September 2025 , 12:30:28 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

৭ উইকেটে জয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে ১৪ বল হাতে রেখে। ১৮তম ওভারে চতুর্থ বলে চার মেরে দলকে জিতিয়ে দেন তাওহিদ হৃদয়। লিটন দাসের সঙ্গে তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটি গড়া হৃদয় ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। জয়সূচক বাউন্ডারিটিই হৃদয়ের একমাত্র চার। লিটনের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা জাকের আলী ১ বলে কোনো রান করতে পারেননি।

বিজ্ঞাপন

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ ৪৭ রানে হারিয়েছিল ২ উইকেট। এরপর হৃদয়কে নিয়ে ৯৫ রানের জুটি গড়ে জয় নিয়ে সব অনিশ্চয়তা দূর করেন অধিনায়ক লিটন। টি–টোয়েন্টি এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলা লিটন ৩৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে আউট হয়েছেন। ইনিংসের একমাত্র ছক্কাটি এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড উপহার দিয়েছে লিটন দাসকে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে লিটনের ছক্কা এখন ৭৮টি। পেছনে পড়লেন ৭৭ ছক্কা মারা মাহমুদউল্লাহ।

বাংলাদেশের পরের ম্যাচ শনিবার। আবুধাবিতেই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

আফগানিস্তানের বিপক্ষে ২০ ওভার খেলেও ৯৪ রানের বেশি করতে পারেনি হংকং। তবে বাংলাদেশের বিপক্ষে আজ ভিন্ন রূপ দেখিয়েছেন দলটির ব্যাটাররা। শুরুর দিকে দেখেশুনে খেললেও শেষদিকের আক্রমণে ভালো পুঁজি পেয়েছে তারা। স্লো আউটফিল্ড ও পিচ বিবেচনায় বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দলটি।

নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪৩ রান সংগ্রহ করেছে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নিজাকাত খান।.২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তানজিম সাকিব।

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫