• খেলা

    মেসি জাদুতে শিরোপা জিতল মায়ামি

      প্রতিনিধি 30 November 2025 , 11:41:40 প্রিন্ট সংস্করণ

    একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি
    একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নতুন মাইলফলক গড়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ ব্যবধানে হারিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফ্লোরিডার দলটি।

    একই সঙ্গে তারা জায়গা করে নিয়েছে এবারের এমএলএস কাপের ফাইনালে।

    রোববার (৩০ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে মায়ামির আক্রমণভাগ ছিল দুর্দম। আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে একাই তিন গোল করে ম্যাচের নায়ক হন। তার সঙ্গে তাল মিলিয়ে মাতেও সিলভেট্টি ও তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল যোগ করেন। গোল না পেলেও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিওনেল মেসি তাঁর পাস থেকেই আসে মায়ামির একটি গোল।

    বিজ্ঞাপন

    চেজ স্টেডিয়ামে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক মায়ামি। ম্যাচের ১৪ মিনিটে আলেন্দের প্রথম গোলেই এগিয়ে যায় দলটি। মাত্র নয় মিনিট পর একই খেলোয়াড়ের দ্বিতীয় গোল আরও শক্ত অবস্থানে পৌঁছে দেয় মায়ামিকে। তবে খেলার গতি কমেনি নিউইয়র্কের। ৩৭ মিনিটে জাস্টিন হকের গোল তাদের ম্যাচে ফেরার আশা জাগায়।

    বিরতির পর পরিস্থিতি বদলে যায়। নিউইয়র্কের প্রতিরোধ ভেঙে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে মাতেও সিলভেট্টি ব্যবধান বাড়ান, আর সেই গোলটির অ্যাসিস্ট দেন মেসি। শেষদিকে আরও দুই গোল হজম করতে হয় অতিথিদের ৮৩ মিনিটে সেগোভিয়া এবং ৮৯ মিনিটে আলেন্দে তার হ্যাটট্রিক নিশ্চিত করে বড় জয় উপহার দেন।

    বিপুল ব্যবধানে এই জয়ে উল্লাসে ভাসে ইন্টার মায়ামি শিবির। এখন তাদের সামনে এমএলএস কাপের জমকালো ফাইনাল, যা অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। প্রতিপক্ষ কে হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:02 PM সিলেটে মাজার জিয়ারত করে, নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান 7:51 PM ভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে, সারাদেশে ‘অ্যাম্বাসেডর’ দিবে এনসিপি 7:35 PM তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 6:51 PM বাড়িতেই তৈরি করুন-মিঠাই ভরা ভাপা পিঠা 6:41 PM বিমান বাংলাদেশে চাকরি, নিয়োগ করবে ৫৭ জন 6:29 PM বগুড়ায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত 6:19 PM কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত ১ 5:40 PM রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাফাই সাক্ষ্য ১৩ জানুয়ারি 5:32 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত ইসি’র 5:23 PM প্রথম দিনের আপিল শুনানি: ৫২ জনের মনোনয়ন বৈধ করেছে ইসি