শিরোনাম

জাকসু নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

  প্রতিনিধি 11 September 2025 , 6:52:49 প্রিন্ট সংস্করণ

- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ। ছবি: সংগৃহীত।

বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চলছে ভোট গণনার প্রস্তুতি। এ ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় ১ হাজার ৫৩৪ জন পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার সদস্য।

জাকসু নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন। নির্বাচনে ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। এদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন লড়ছেন। এছাড়া হল সংসদের লড়ছেন ৪৪৫ প্রার্থী। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে স্থাপিত ২২৪টি বুথে এ ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।

অপরদিকে, ক্যাম্পাসে এবং এর আশেপাশে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যাতে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মোকাবিলা করা যায়। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে নিয়ন্ত্রিত চলাচল নিশ্চিত করতে নেয়া হয় কিছু বিশেষ ব্যবস্থা। মীর মশররফ হোসেন হল সংলগ্ন গেট ও প্রান্তিক গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সব গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়।

নির্বাচনী নিরাপত্তা ও শৃঙ্খলার অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত জরুরি বিভাগ (নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট) ব্যতীত সকল ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়। এ সময়ে শুধুমাত্র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকারযুক্ত এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

আরও খবর

Sponsered content

সর্বশেষ সংবাদ
6:52 PM জাকসু নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন, ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা 6:37 PM ভোট গ্রহণে অসংগতির অভিযোগে, জাকসু নির্বাচন বর্জন ছাত্রদলের 6:08 PM বড় দরপতনের পর মূল্যসূচকের উত্থান শেয়ারবাজারে 5:55 PM প্রজেক্ট ম্যানেজার পদে রেড ক্রিসেন্টে চাকরি 5:29 PM ফিলিস্তিনে নির্বিচারে হত্যা: ১২’শ শিল্পীর ইসরাইল বয়কটের ঘোষণা 5:21 PM প্রথমবার নারী বিশ্বকাপে একমাত্র বাংলাদেশি আম্পায়ার জেসি 4:52 PM রাজনৈতিক নেতা কার্কের হত্যাকাণ্ডে তারেক রহমানের নিন্দা 4:15 PM কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল 3:53 PM আবারও কুড়িলে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা 3:24 PM নতুন করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল ডিএমপি