• সর্বশেষ সংবাদ স্ক্রল

    পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ

      প্রতিনিধি 25 November 2025 , 4:47:12 প্রিন্ট সংস্করণ

    কালোজিরা ভেবে পিঠায় ‘দানাদার কীটনাশক’
    কালোজিরা ভেবে পিঠায় ‘দানাদার কীটনাশক’
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নতুন বাড়ি নির্মাণ উপলক্ষে আয়োজিত ঘরে তৈরি পিঠা খাওয়ার পর একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পিঠা তৈরির সময় ভুল করে কালোজিরা ভেবে দানাদার কীটনাশক মিশিয়ে ফেলেন পরিবারের এক বৃদ্ধা- এমন অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার রমজাননগর এলাকায়। অসুস্থ ব্যক্তিদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা দ্রুত পাকস্থলী পরিষ্কার করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেন। অধিকাংশের অবস্থা এখন স্থিতিশীল, তবে সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    অসুস্থদের মধ্যে রয়েছেন- সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।

    বিজ্ঞাপন

    পারিবারিক সূত্র জানায়, নতুন ঘর নির্মাণের আনন্দে সবাইকে দুপুরের দাওয়াতে ডাকা হয়। বিকেলে পিঠা বানানোর সময় রান্নাঘরের একটি পাত্রে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে মিশিয়ে ফেলেন পরিবারের সত্তরোর্ধ্ব জুলেখা বিবি। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই পরিবারের সদস্যদের বমি, মাথা ঘোরা, পেটব্যথা, জ্বরজ্বর ভাবসহ বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়।

    তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, উপসর্গ দেখে সহজেই বোঝা যায় খাবারের সঙ্গে কীটনাশকজাতীয় কিছু মেশানো হয়েছে।

    শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শাকির হোসেন বলেন, রোগীরা হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। এখন সবাই পর্যবেক্ষণে রয়েছে।

    এদিকে ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, এটি প্রাথমিকভাবে ভুলবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা 2:47 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ 1:41 PM সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 1:22 PM যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ 1:16 PM বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের 1:05 PM ইরান ইস্যুতে আজ বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 12:55 PM “নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে” 12:40 PM মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে 12:25 PM রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯ 11:55 AM একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না