
প্রতিনিধি 23 November 2025 , 1:50:54 প্রিন্ট সংস্করণ

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অবস্থা আস্তে আস্তে আরও ভালো হচ্ছে। নির্বাচন সামনে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা–সমাবেশ স্বাভাবিকভাবেই বাড়বে।

সভার বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও সতর্কতার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশে এখনো ভূমিকম্পের আর্লি ওয়ার্নিং সিস্টেম নেই। কিছু দেশে ব্যবহৃত এমন অ্যাপ রয়েছে, যা ভূমিকম্পের ১০ সেকেন্ড আগে সতর্কবার্তা দিতে পারে। এ ধরনের অ্যাপ চালু করা যায় কি না-এ বিষয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, সবাইকে বিল্ডিং কোড মেনে চলতে হবে। না হলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি রয়েছে। জলাশয় ভরাট ও খোলা মাঠ কমে যাওয়া বড় সমস্যা সৃষ্টি করছে। এসব বিষয়ে রাজউককে আরও সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।