
প্রতিনিধি 22 November 2025 , 4:33:38 প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে মিনিবাসের সাথে অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২২ নভেম্বর) দুপুর দুপুর সোয়া দুইটায় দিনাজপুর-দশমাইল মহাসড়কে বাংলাদের গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউটের সামনে নশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কান্তজীউ মেলার যাওয়ার পথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি যাত্রীসহ অটোরিকশাটিকে সামনে টেঁনে প্রায় একশ গজ দূরে নিয়ে যায়।
এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত হয়। নিহত পরিবারের দু’জনকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাদেরও মৃত্যু হয়।