• আইন-আদালত

    আইনের শাসন উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কোনো অলঙ্কার নয়: প্রধান বিচারপতি

      প্রতিনিধি 22 November 2025 , 2:22:17 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই বিপ্লব বাংলাদেশকে তার সাংবিধানিক জীবনের ব্যাকরণ পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। এটি রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে মনে করিয়ে দিয়েছে যে আইনের শাসন কোনো আমলাতান্ত্রিক রীতিনীতি বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অলঙ্কার নয়। বরং আইনের শাসন হল সাংবিধানিক ব্যবস্থার একটি নৈতিক পাঠ, যা ন্যায্যতা, যুক্তি এবং জনগণের সম্মতির ওপর ভিত্তি করে। এটি অধিকারের মাধ্যমে, সীমাবদ্ধতার মাধ্যমে, শাসিতদের যে মর্যাদা প্রদান করে তার মাধ্যমে এর দিকে ইঙ্গিত করে।

    শনিবার (২১ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেন্টার ফর গভর্নন্সে স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে তিনি এসব কথা বলেন।

    প্রধান বিচারপতি বলেন, জুলাই বিপ্লব সংবিধান বাতিলের কথা বলে নাই বরং এটি সংবিধানের প্রতি আমাদের আনুগত্য ও দায়িত্ববোধকে শুদ্ধ করার আহ্বান জানিয়েছিল, ত্রুটি-বিচ্যুতি এবং অতীতের কাটাছেড়ার পরও বর্তমান সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর।

    বিজ্ঞাপন

    প্রধান বিচারপতি তার রোডম্যাপের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেপ্টেম্বর ২০২৪ সালের সংস্কার রোডম্যাপটি আবির্ভূত হয়েছিল, সাংবিধানিক স্বাভাবিকতার জন্য জাতীয় আকাঙ্ক্ষাকে কাঠামো দেওয়ার একটি প্রচেষ্টা। গত কয়েক মাস ধরে, যখন আমরা অভূতপূর্ব বিচারিক রোডশোর একটি ধারাবাহিকতায় সারা দেশে এই রোডম্যাপটি বহন করছি, তখন আমরা গভীরভাবে হৃদয়স্পর্শী কিছু প্রত্যক্ষ করেছি। একটি বিচার বিভাগ তার প্রাতিষ্ঠানিক ভাগ্যের ওপর অভিভাবকত্ব পুনরুদ্ধার করতে আগ্রহী এবং একটি আইনি সম্প্রদায় তার নাগরিক পেশা পুনরায় আবিষ্কার করছে। এই চেতনাই আমাদের আদালত সাংবিধানিক ভুলভ্রান্তিগুলোকে সংশোধন করেছে। আমাদের প্রাতিষ্ঠানিক ইতিহাসে প্রথমবারের মতো, আমরা একটি বিচারিক নিয়োগ কলেজিয়াম চালু করেছি, যার ফলে স্বচ্ছ, যুক্তিসঙ্গত এবং পরামর্শমূলক বিচারিক নিয়োগের যাত্রা শুরু হয়েছে।

    ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, মাসদার হোসেন মামলার উল্লেখ ছাড়া বিচার বিভাগের কোনো আধুনিক সংস্কার সুসংগততা দাবি করতে পারে না। সেই রায় বিচার বিভাগের সাংবিধানিক স্বায়ত্তশাসনকে খোদাই করেছে এবং রাষ্ট্রের তিনটি স্তম্ভের একটি হিসেবে কাজ করার জন্য সক্ষম একজন পেশাদার লিভিয়াথানের ভিত্তি স্থাপন করেছে।

    তিনি বলেন, গত এক বছর ধরে, আমরা এই আইনশাস্ত্রকে সক্রিয় করার চেষ্টা করেছি, পরিষেবাতে কাঠামোগত সংস্কার প্রবর্তন, কর্মজীবনের পথগুলোকে নিয়মিতকরণ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের ভিত্তি স্থাপন করেছি। এই পদক্ষেপগুলো কেবল আমলাতান্ত্রিক পুনর্গঠন নয়, এগুলো ভারসাম্য, স্বাধীনতা এবং প্রশাসনিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য তৈরি সাংবিধানিক সংশোধন। কিন্তু সংস্কার, যতই মহৎ হোক না কেন, কেবল স্থাপত্যের ওপর টিকে থাকতে পারে না। এটি মালিকানার ওপর টিকে থাকে, যারা এর ছাউনির নীচে বাস করে এবং এর করিডোরের মধ্যে শ্বাস নেয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:55 PM মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান 1:34 PM সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান 1:07 PM ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা 11:44 AM নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা 11:00 AM মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ আটক ৩ 10:57 AM ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত 10:53 AM প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু, প্রথম দিন শুনানি হবে ৭০টি 10:51 AM নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল 11:01 PM তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত 10:34 PM বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান