• খেলা

    ফাইনালে পাকিস্তানকে পেলো বাংলাদেশ

      প্রতিনিধি 22 November 2025 , 10:53:45 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নাটক কিংবা মহানাটক নয়, এ ম্যাচ হয়তো তার চাইতেও বেশি কিছু। একের পর এক ক্যাচ মিস আর হাস্যকর ভুলে নির্ধারিত ওভারের খেলায় জেতা ম্যাচ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দলের। তবে লাল-সবুজদের আক্ষেপে পুড়তে দেননি পেসার রিপন মণ্ডল। সুপার ওভারে দুই বলে দুই উইকেট নিয়ে দলকে সহজ জয়ের ভিত গড়ে দেন এই পেসার। শেষ পর্যন্ত ভারত ‘এ’ দলের বিপক্ষে সহজ জয়ে এশিয়ান কাপ রাইজিং স্টারসের ফাইনালে উঠে যায় বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে আকবর আলীদের প্রতিপক্ষ পাকিস্তান।

    শুক্রবার (২১ নভেম্বর) একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুব বড় সংগ্রহ পাইনি পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে পারে তারা।

    দলের পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেছেন গাজী ঘোরি। শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ২৯ রানে শিকার করেছেন ৪ উইকেট। ২২ রান দিয়ে ত্রাভিন ম্যাথুর শিকার ৪ উইকেট।

    বিজ্ঞাপন

    রান তাড়া করতে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। মাত্র ৮ বলেই ২৯ রান তুলে ফেলেন দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও ভিষেন হালামবাগে। ৭ বলে ২ চার ও ৩ ছয়ে ২৭ রান করে ক্রুসপুল্লে আউট হলে ১.৩ ওভারে ভাঙে ওপেনিং জুটি।

    কিন্তু হালামবাগে ছোট ছোট জুটি গড়ে দলকে জয়ের পথেই রাখার চেষ্টা করেন। তবে ৯৯ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। একশ’র আগেই ৮ উইকেট হারিয়ে জয়ের পথ থেকে অনেকটা ছিটকে যায় শ্রীলঙ্কা।

    আরও পড়ুন: ভালো করতে পারেননি তাসকিন, তার দলও হেরেছে

    কিন্তু শ্রীলঙ্কাকে খাদের কিনারা থেকে টেনে তোলেন মিলান রত্নানায়াকে। নবম উইকেট জুটিতে ম্যাথুকে নিয়ে ৪৭ রান তুলে জয়ের আশাও দেখিয়েছিলেন তিনি।

    তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি শ্রীলঙ্কা। ৩২ বলে ৪০ রান করে ৩ বল বাকি থাকতে আউট হয়ে ফেরেন রত্নানায়াকে। শ্রীলঙ্কাও ৯ উইকেটে ১৪৮ রান তুলে খেলা শেষ করে। লঙ্কানদের হয়ে ২৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন হালামবাগে। দলের পক্ষে ৩৬ বলে সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান করেছেন গাজী ঘোরি।

    পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স